সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচ জন ঘটনাস্থলে এবং এক জন হাসপাতালে মারা যায়।

শনিবার সন্ধ্যা ৬ টার দিকে কেরানীহাটের পাঠানিয়ার পুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা আরোহী মোহাম্মদ শোয়েব (১৮), শামসুল আলম (৭৫), অমুল্য দাশ (৫৫), জসিম উদ্দিন (৩৫), মোহাম্মদ শাহরিয়ার (১৬) এবং মোহাম্মদ সৈয়দ (৩৫)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী এস আলম সার্ভিসের একটি বাস ওভারটেকিং করার সময় বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়।

এতে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার অনেকটা বাসের তলায় ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী মারা যায়। শামসুল আলম নামের অপর এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কেরানী হাটের একটি হাসপাতালে নিয়ে আসা হলে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।



মন্তব্য চালু নেই