সাগর-রুনি হত্যা মামলার আসামির জামিন আবেদনে বিব্রত হাইকোর্ট

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় আসামি মো. তানভীর রহমানের জামিন আবেদনের শুনানিতে বিব্রত করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ জামিন আবেদন শুনতে বিব্রতবোধ করেন।

আবেদনকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ জানান, বিচারপতি মো. রেজাউল হক আবেদনটি শুনতে বিব্রত করে ফিরিয়ে দেন। জামিন আবদেন নিয়ে অন্য কোনো বেঞ্চে যাবেন বলেও তিনি জানান।

এর আগে তানভীরের জামিন চেয়ে গত ১৩ জুলাই রিট করেছিলো মানবাধিকার কমিশন।

ওইদিন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে শুনানিও হয়।

হাইকোর্ট ও বিচারিক আদালতে বারবার জামিন আবেদন করে জামিন না পাওয়ার যুক্তি দেখিয়ে জামিন চেয়ে ব্যতিক্রমধর্মী এই রিট করা হয়।



মন্তব্য চালু নেই