সাগর-রুনি হত্যা মামলার আসামি তানভীর কারামুক্ত
উচ্চ আদালতের জামিনে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার আসামি তানভীর রহমান।
কাশিপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. মিজানুর রহমান জানান, জামিনের কাগজ পত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তানভীরকে মুক্তি দেয়া হয়।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।আলোচিত এই হত্যার ঘটনায় শেরেবাংলা থানায় মামলা হওয়ার আট মাস পর ২০১২ সালের ১০ অক্টোবর ওই দম্পতির কথিত বন্ধু তানভীর এবং তাদের বাসার এক দারোয়ানসহ সাতজনকে আটক করা হয়।হত্যার ঘটনায় বেশকিছু দিন জিজ্ঞাসাবাদের পর ওই বছরের ১৭ অক্টোবর আদালতের মাধ্যমে তানভীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ২০ অক্টোবর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। উচ্চ আ
দালত থেকে গত ২ ডিসেম্বর জামিন পান তিনি।
মন্তব্য চালু নেই