সাকা, মুজাহিদের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশ
মানবতাবিরোধী অপরাধে আটক বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ তাদের ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে।
এখন আসামিপক্ষ রিভিউ আবেদনের সুযোগ পাবেন। রিভিউয়ে রায় বহাল থাকলে চূড়ান্ত ধাপ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন আসামিরা। রাষ্ট্রপতি আবেদন প্রত্যাখ্যান করলে ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।
গত ২৯ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) মানবতাবিরোধী অপরাধ মামলার আপিলের চূড়ান্ত রায় হয়েছে। এই রায়েও তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
অন্যদিকে বুদ্ধিজীবী হত্যা ও স্বাধীনতাকামীদের গণহত্যাসহ বিভিন্ন অভিযোগে আলবদর বাহিনীর প্রধান মুজাহিদকে ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ফাঁসির আদেশ দেয়। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেয়ার পর সে রায় বহাল রাখে আপিল বিভাগও।
মন্তব্য চালু নেই