সাকার সঙ্গে দেখা করতে কারাগারে আইনজীবী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে গেছেন তার আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান।
মঙ্গলবার বেলা ২টার দিকে সাকার তার আইনজীবী কারাগারে পৌঁছান।
এর আগে দুপুর ১২টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপিলের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা করার বিষয়ে পরামর্শ করার জন্য আমি সেখানে যাচ্ছি। তিনি বলেন, আমি একাই যাচ্ছি।
এর আগে গত ১৬ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন।
এর আগে মানবতাবিরোধী আরেক অপরাধী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদের সঙ্গে তার আইনজীবী প্যানেলের সদস্যরা দেখা করে রিভিউর অনুমতি দেন।
মন্তব্য চালু নেই