সাঈদের স্বীকারোক্তিতে খালেদার বক্তব্য সত্য প্রমাণিত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় তারেক সাঈদ জড়িত। তারেক সাঈদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে বেগম জিয়ার এমন বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘র‌্যাব গুম খুনের সঙ্গে জড়িত। এ বাহিনী অর্থের মাধ্যমে মানুষ খুন করে তাদের সুনাম নষ্ট করেছে। র‌্যাবের কার্যকারিতা নেই তাই এ বাহিনী বিলুপ্ত করে বিকল্প বাহিনী গঠন করতে হবে। যারা কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত না থাকে। এজন্য নীতিমালা গঠন করতে হবে।’

সচিবালয়ের একটি অংশ আগারগাঁওয়ে স্থানান্তরের ব্যাপারে জিয়াউর রহমানের মাজার অন্যত্র স্থানান্তর করা হবে এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘পত্র পত্রিকায় সে ভাবে আসেনি এবং অফিসিয়াল ভাবে জানি না। তাই এ ব্যাপারে মন্তব্য করা সমীচীন হবে না।’

বিএনপির এ মুখপাত্র বলেন, ‘২০০৩ সালে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠার পর থেকে তারা সফলভাবে কাজ করে যাচ্ছে। এ পরিষদ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টানদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারা যেন আরও ভালোভাবে কাজ করে সেজন্য কাউন্সিল করা হবে। এ বিষয়ে সভা করা হচ্ছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গৌতম ভট্রাচার্য, রমেশ দত্ত, দীপেন দেওয়ান, দেবাশীষ রায়, শুসীল বড়ুয়া প্রমুখ।



মন্তব্য চালু নেই