সাঈদীর ফাঁসি না হওয়ায় অ্যাটর্নি জেনারেলের আক্ষেপ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘চূড়ান্ত রায়ে জামায়াতের নায়েবে আমীর দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসি না হওয়ায় আমার আক্ষেপ রয়ে গেল।’

ফাঁসি দেওয়ার সব তথ্য-প্রমাণই ছিল, দাবি করে তিনি বলেন, ‘শুধু প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার গাফিলতির কারণে তাকে ফাঁসি দেওয়া গেল না।’

রোববার দুপুরে নিজ কার্যালয়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘পরবর্তীতে তালিকায় আছে মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা। আশা করছি এ বছরের মধ্যে বেশ কয়েকটি মামলার নিষ্পত্তি হবে। আর বর্তমানে আপিল বিভাগ যে গতিতে এসব মামলার শুনানি গ্রহণ করছেন, তা সন্তোষজনক।’

সাঈদীর মামলার রায়ের রিভিউ করার আবেদন করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘সাঈদীর মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখনো প্রকাশিত হয়নি। প্রকাশিত হওয়ার পর রিভিউ আবেদনের মাধ্যমে ফাঁসির রায় পুনর্বহালের আরজি জানানোর চিন্তা করা হবে।’

রায় কার্যকর নিয়ে কামারুজ্জামানের আইনজীবীদের সময় ক্ষেপণ নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন থেকে ভবিষ্যতে কোনো মামলায় রায় কার্যকরে এভাবে সময় ক্ষেপণ করা যাবে না।’

উল্লেখ্য গত বছরের ১৭ সেপ্টেম্বর যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ট্রাইব্যুনাল-১ এর দেওয়া মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আপিল বিভাগ।



মন্তব্য চালু নেই