সহিংসতা দমনে অস্ত্র ব্যবহার বৈধ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, ‘মান্না কিছু নাগরিককে একত্রিত করে সাধু সেজেছেন। মান্না, খোকাসহ কিছু জ্ঞানপাপী-পথভ্রষ্ট বৃদ্ধিজীবী খালেদা জিয়ার হত্যাকাণ্ডের বৈধতা দেন। সহিংসতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করেন তারা।’
টুকু বলেন, ‘অস্ত্র ব্যবহার করে অপরাধ দমন বৈধ বলেই বিবেচিত হবে।’
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘খালেদা জিয়া আর কত লাশ চান’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার ডাকে হরতাল-অবরোধ হয় না মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার পতনে খালেদার নির্দেশ, ষড়যন্ত্র ও পরামর্শে মানুষ হত্যা চলছে। তার কাজ মানুষ হত্যা করা। ২০০১ সালেও প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগের প্রায় ২৬ হাজার নেতাকর্মী খুন করেছিল। মূলত যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এখনও তিনি মানুষ হত্যা করে যাচ্ছেন।’
খালেদা জিয়া কোনো রাজনৈতিক নেতা নন, তিনি খুনীদের নেতা এবং সন্ত্রাসের রানীতে পরিণত হয়েছেন বলেও মন্তব্য করেন সাবেক এই প্রতিমন্ত্রী।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।
মন্তব্য চালু নেই