সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত জাতীয় স্মৃতিসৌধ

টিপু সুলতান (রবিন) সাভার থেকে : আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস,দিনটিতে জাতীর বীর সন্তানদেরপ্রতি  শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধ প্রঙ্গনে জড় হচ্ছে সর্বস্তরের মানুষ।

ভোর থেকেই জাতীয় স্মৃতিসৌধ মুখি রাস্তা গুলোর পাশে শ্রদ্ধা নিবেদনের জন্য দলে,দলে বিভিন্ন ব্যনার,ফেস্টুন নিয়ে ভীড় জমায় নানা পেশার মানুষ।

রাষ্টপতি ও প্রধান মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর,আইন শৃঙ্খলাবাহী রাস্তার ব্যরিকেড সরিয়ে নিলে সর্বস্তরের মানুষ ঢুকতে শুরু করে স্মৃতিসৌধ অভিমুখে।

মহাসড়ক গুলোতে বিভিন্ন সরকারও,বিরোধী দলীয় সংগঠনের সমর্থকরা মিছিল নিয়ে প্রবেশ করছেন স্মৃতিসৌধে।ভেদাভেদ ভুলে শ্রদ্ধাভরে স্মরণ করছে বাঙ্গালী জাতীর জন্য আত্মত্যগী বীর শহীদদের।

ফুলে,ফুলে ভরে গেছে মুলবেদী।বেলা বাড়ার সাথে,সাথে বাড়ছে মানুষ,একের পরে এক দল,সংগঠন স্মৃতিসৌধের প্রধান ফটক দিয়ে ঢুকে বামপাশদিয়ে মুলবেদিতে গিয়ে ফুলদিয়ে আবার যার,যার মত সারি বদ্ধভাবে ডান পাশদিয়ে বেড়হয়ে যাচ্ছে।

বিশেষ করে আজ ১৬ই ডিসেম্বর শ্রক্রবার হওয়ায় মানুষের সংখ্যা অন্যান্য বারের চাইতে একটু বেশি হবে বলে আওয়ার নিউজকে জানান গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।

সাভার স্মৃতিসৌধ এলাকার আশে পাশে বিস্তৃত শিল্পাঞ্চল, সাধারণত ছুটির দিন গুলোতে সাভার, আশুলিয়া, ধামরাইও এর আশে পাশের এলাকা গুলোর শ্রমজীবি মানুষ ছুটির দিনে ঘুরতে আসে স্মৃতিসৌধে।

মানুষের আসা যাওয়ায় যেন কোন বিঘ্ন না ঘটে এজন্য স্মৃতিসৌধ এলাকায় বিপুল সংক্ষক পুলিশ মোতায়েন রয়েছে।

বিজয়ের এই দিনে মানুষের পদচারনায় মুখর জাতীয় স্মৃতিসৌধ এলাকা।



মন্তব্য চালু নেই