সরকার পতনের আন্দোলন করবে না জাপা

‘সরকার পতনে নয়, জনস্বার্থ রক্ষায় আন্দোলন করবে জাতীয় পার্টি’ এমন কথা জানালেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘১ জানুয়ারির মহাসমাবেশ থেকেই জাতীয় পার্টির রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হবে। সেদিন আমরা প্রমাণ করবো জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী রাজনৈতিক দল।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘তোমরা সর্বশক্তি দিয়ে এই মহাসমাবেশ সফল কর। তাহলেই জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় যাওয়ার দ্বারপ্রান্তে এগিয়ে যাবে।’

‘আগামী ১ জানুয়ারির মহাসমাবেশ থেকে এরশাদ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন’ বলেও জানান তিনি।

দক্ষিণ জাপার আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপি’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, জাপার প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, নগর জাপা নেতা মীর আজগর আলী, রফিকুল ইসলাম ঠাণ্ডু, সিরাজুল আরিফিন মাসুম, নাসরীন চৌধুরী মঞ্জু, এম.এ সোবহান, আকতার দেওয়ান, সুজন দে, আকবর আলী চৌধুরী, নাজিম আহমেদ চিশতী, শেখ নেয়ামতউল্লাহ নবু, মাহবুবুর রহমান খসরু, কাউসার আহমেদ, খোরশেদ আলম নোমানী প্রমুখ।



মন্তব্য চালু নেই