সরকার নয়, বিএনপিই গণহত্যা চালাচ্ছে

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘সরকার নয়, বিএনপিই দেশে গণহত্যা চালাচ্ছে। তারাই মুক্তিযুদ্ধ ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষদের হত্যা করছে।’
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের পতাকা মিছিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বালাও-পোড়াও নীতির প্রতিবাদে এ পতাকা মিছিলের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন দেশের অবস্থা কী। বিএনপি জামায়াত দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছে। শুধু পেট্রোলবোমা নয়, তার চেয়েও ভয়াবহ নাশকতা করতে ষড়যন্ত্র করছে তারা।’
শাজাহান খান বলেন, ‘আমরা কোনো হুঙ্কারকে ভয় পাই না।’
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি বলেছেন, সরকারই গণহত্যা চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই- সরকার নয়, আপনিই দেশের মানুষকে পুড়িয়ে গণহত্যা চালাচ্ছেন। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষদের হত্যা করছেন। এর প্রতিশোধ শ্রমিকরাই নেবে।’
সমাবেশে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন সভাপতি কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আলাউদ্দিন মিয়া, ভাইস-চেয়ারম্যান ইসমত আলী জামান, শ্রমিক নেতা দিদার মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।
মিছিলে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, উত্তরা ব্যাংক, জনতা ব্যাংক, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা জাতীয় পতাকা নিয়ে অংশ নেয়।
আয়োজকরা জানান, পতাকা মিছিল নিয়ে শহীদ মিনারে যাওয়ারা কথা ছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে মিছিলটি প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।



মন্তব্য চালু নেই