সরকার নির্ধারিত জুমার খুতবার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

কুরআন ও হাদিসের আলোকে জুমার নামাজের খুতবার বাইরে গিয়ে সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া খুতবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল উল্লেখ করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

সোমবার হাইকোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি এই নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া আগামী সাতদিনের মধ্যে নোটিশের জবাব না দিলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান এ আইনজীবী।

উল্লেখ্য, দেশে জঙ্গিদের হামলা ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নির্দেশনা অনুযায়ী সারাদেশের মসজিদগুলোতে জুমার দিন জঙ্গিবাদবিরোধী খুতবা পাঠ করা হচ্ছে। খুতবায় ইসলাম প্রচারের নামে মানুষ হত্যার মতো জঘন্যতম কাজ করতে নিষেধ করা হয়। এছাড়াও ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই বলেও উল্লেখ করা হয়েছে।



মন্তব্য চালু নেই