সরকার দল গোছানোর প্রক্রিয়ায় বাধা দিচ্ছে
‘সরকার বিএনপির দল গোছানোর প্রক্রিয়ায় বাধা দিচ্ছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘আমরা যাতে আন্দোলন করতে না পারি সেজন্য যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে।’
সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী যুব দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে যান ফখরুল।
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার যুব নেতাদের নির্যাতন করছে।’
পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের অব্যাহতি দেয়ার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে তা এড়িয়ে যান ফখরুল।
ফখরুলের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে তাদের চেহারা দেখতে বলুন কারণ তারা নিজেদের চেহারা আয়নায় দেখতে পারে না।’
মন্তব্য চালু নেই