‘সরকার ও বিরোধী দলের স্বার্থান্ধতায় জাতীয় স্বার্থ উপেক্ষিত ও বিপর্যস্ত : নেছারাবাদী হুজুর
শুক্রবার বাদ ফজর ঝালকাঠী নেছারাবাদ দরবার শরীফে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলের উদ্বোধনী বয়ানে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর সন্তান ও আমীরুল মুছলিহীন অধ্যক্ষ হযরত মাওঃ মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী (নেছারাবাদী হুজুর) উপরোক্ত কথা বলেন।
আমীরুল মুছলিহীন নেছারাবাদী হুজুুর বলেন ‘আউলিয়ায়ে কেরাম ও মুজাদ্দেদীনে ইসলামের অনুসৃত পথ ও আদর্শ থেকে বিচ্যুত হওয়ায় আমাদের জীবন মারাত্মক বিপর্যয়ের মুখোমুখী। অন্যদিকে মানবতার শত্রু খোদাদ্রোহী নাস্তিক্যবাদী ও তাদের জালে জড়িয়ে পড়া কতিপয় রাজনীতিবিদ ধর্ম থেকে রাজনীতিকে বিচ্ছিন্ন করে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরীর অপচেষ্টা করছে। এসব নাস্তিক্যবাদীরা সরকারের নেপথ্যে ঘাঁপটি মেরে থেকেই দেশের মাটি ও মানুষের বিরুদ্ধে নানা অপতৎপরতায় লিপ্ত হয়ে সরকারকেই গণবিচ্ছিন্ন করছে। দেশের মানুষকে বোকা ভাববার কোন কারণ নেই, তারা ঠিকই জানেÑ কে ধর্মদ্রোহী, কে ধার্মিক আর কে ধর্মব্যবসায়ী! অতএব, দেশের বিবদমান সরকার ও বিরোধী জোটকে বলবো, হক্কানী ওলামায়ে কেরামের কথা গুরুত্ব দিয়ে শুনুন। তারা দলীয় রাজনীতি করেন না করলেও দেশ, জাতি ও দ্বীনের স্বার্থে তারা অবশ্যই সুচিন্তিত মতামত দিতে পারেন। প্রাক-পাকিস্তান আমল থেকে মৃত্যুর আগ পর্যন্ত হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. জাতির উদ্দেশ্যে যেসব দিকনির্দেশনা প্রদান করেছিলেনÑ তার একটিও বিফলে যায়নি এবং ভবিষ্যতেও বিফল হবে না ইনশাআল্লাহ।’
বিশিষ্ট ইসলামি দার্শনিক, “মতানৈক্যের ভিত্তিতে ঐক্য নীতির প্রবর্তক” হযরত মাও: আযিযুর রহমান নেছারাবাদী কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত ঝালকাঠী নেছারাবাদ দরবারের ০২ দিনব্যাপী ঐতিহ্যবাহী বার্ষিক ঈসালে সওয়াব মাহফিলে প্রতি বছর বেশ কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের আগমন ঘটে থাকে। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকা সত্ত্বেও এ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লীরা দেশের প্রতিটি জেলা-উপজেলা থেকে দল-মত-ছেলছেলা নির্বিশেষে অংশগ্রহন করবে বলে আশা করছেন। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী যিন্দেগীর বাস্তব প্রশিক্ষণের নিমিত্ত মাহফিলের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম প্যান্ডেলে ইতিমধ্যেই ০২সহস্রাধিক মুয়াল্লিম এবং সুষ্ঠুমতো মাহফিল আঞ্জামের জন্য ১০সহস্রাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত হয়েছেন। অন্যদিকে মেহমানবৃন্দের ০৩ বেলা থাকা-খাওয়ার ব্যবস্থাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহয়তায় চিকিৎসা, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক শৃঙ্খলা রক্ষায় ১০সহস্রাধিক স্বেচ্ছাসেবক এবং ইসলামী জিন্দেগীর বাস্তব অনুশীলনের জন্য ০২সহস্রাধিক মুয়াল্লিম নিয়োজিত রয়েছেন
মন্তব্য চালু নেই