ভাষা শহীদেদের প্রতি মমতা ও ব্যারোনেস ডি সুজার শ্রদ্ধা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা।

শুক্রবার রাত ১২টার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পরই এ দুজন শ্রদ্ধা জানান।

সফর সঙ্গীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনার চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

MAMATA ----------1

তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হিসেবে রয়েছেন গৌতম ঘোষ, প্রসেনজিৎ চক্রবর্তী ও নচিকেতা ছাড়াও রয়েছেন মুনমুন সেন, দীপক অধিকারী (দেব) ও অরিন্দম শীল। শহীদ মিনারেও এ সময় তারা উপস্থিত ছিলেন।

অপরদিকে ব্যারোনেস ডি সুজা শুক্রবার ঢাকায় আসেন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে দুই দিনের সফরে তিনি ঢাকা এসেছেন।

22_2

১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সাল থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।



মন্তব্য চালু নেই