সম্পদের তথ্য গোপন : নিম্ন আদালতে চলবে নোমানের মামলা

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার অভিযোগ এনে দুদকের দায়ের করা মামলা নিম্ন আদালতে চলতে বাধা নেই।দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বিষয়টি জানিয়েছেন।

সম্পদের তথ্য গোপনোর অভিযোগ এনে ১৯৯৮ সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এ মামলায় ২০০৯ সালে অভিযোগ গঠন করা হয়। মামলাটি বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন নোমান। সে আবেদনের শুনানি করে ২০১৩ সালে রুল জারি করে হাইকোর্ট। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন নোমান। সেই আপিলের শুনানি করা হয় আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

নোমানের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এ আবেদনের বিষয়ে আদালতে শুনানি করার অপারগতা প্রকাশ করলে আবেদনটি নট প্রেস রিজেক্ট (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) করা হয়। এর ফলে নিম্ন আদালতে দুদকের করা মামলাটি চলবে।

দুদকের আইনজীবী খুরশীদ আলম বলেন, ‘ঢাকার বিশেষ জজ আদালতে নোমানের এ মামলাটি বিচারাধীন। সাক্ষ্যগ্রহণ চলছে। আপিল বিভাগের আদেশের ফলে এ মামলাটি নিম্ন আদালতে চলতে বাধা নেই।’



মন্তব্য চালু নেই