সবচেয়ে বেশি বাংলাদেশি শান্তিরক্ষী আইভোরি কোস্টে

জাতিসংঘ শান্তি রক্ষাবাহিনীতে বাংলাদেশের বিভিন্ন পদমর্যাদার সাত হাজার একশ ৫১ জন সামরিক ও বেসামরিক সদস্য কর্মরত। এদের মধ্যে সবচেয়ে বেশি শান্তিরক্ষী আছেন আইভোরি কোস্টে। একথা জাতীয় সংসদে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রি সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার দশম সংসদের পঞ্চম অধিবেশনের ষষ্ঠ দিনে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের করা এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘বিশ্বের সমস্যা কবলিত ১০টি দেশে তারা দায়িত্ব পালন করছেন।’

সংসদে জানানো তথ্য অনুযায়ী আইভোরিকোস্টে ১৫৭১ জন, লাইবেরিয়ায় ৫২৫ জন, দক্ষিণ সুদানে ২৮৩ জন, কঙ্গোতে ২২০৭, দারফুরে ৩৭২, ওয়েস্টার্ণ সাহারায় ২৪, মালিতে ০১, মধ্য আফ্রিকায় ১৩২১, লেবাননে ৮৪৬ এবং সোমালিয়ায় ০১ জন রয়েছেন।



মন্তব্য চালু নেই