সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দশম সংসদের অষ্টম অধিবেশনে বুধবার বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজকে এখানে এসেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী যে পদক্ষেপ আমরা নিয়েছি, সেখানে প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন।’

তিনি বলেন, ‘যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তাদের ধরিয়ে দেওয়া, আইনের হাতে সোপর্দ করা এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা উচিত।

‘আমাদের পরিকল্পনা একটাই- দেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী করছি। অন্যান্য আইনশৃংখলা সংস্থাগুলোকে আরো উপযুক্ত প্রশিক্ষণ দিচ্ছি এবং আইনশৃংখলা উন্নতির জন্য তৃণমৃল পর্যন্ত কমিটিগুলোকে আরো সক্রিয় করার চেষ্টা করছি।

‘সবচেয়ে বড় কথা দেশের মানুষকে সচেতন করা। সচেতনতা সৃষ্টি হলেই দেশকে আরো শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। কারণ প্রত্যেক মানুষ যত সচেতন থাকবে, ততই আমরা সাফল্য অর্জন করব।’



মন্তব্য চালু নেই