সন্ত্রাসীদের কোনো দল নেই : আইজিপি
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। নিজেদের স্বার্থে তারা একেক সময় একেকটি দলের নাম ব্যবহার করে।
রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুলিশ স্টাফ কলেজে বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোলের সহায়তায় আয়োজিত ‘ইন্টেলিজেন্স এনালাইসিস ফর টাইগার রেঞ্জ কান্ট্রিজ’ আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘সন্ত্রাসীদের কোন দল নাই। তারা একেক সময় একেকটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে লাভবান হয়। সন্ত্রাসীরা যখন জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়, তখন আমাদেরকে জিরো টলারেন্স দেখাতে হয়। সেক্ষেত্রে ওই ব্যক্তি কোনো দলের তা-ও দেখার নয়।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমরা ব্যপক কর্মসূচী নিয়েছি। যেখানে সন্ত্রাসী পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।’
‘বন্দুকযুদ্ধ’ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘সন্ত্রাসীদের কারণে আমাদের নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে পুলিশ হুমকির মুখে পড়লে এবং জীবননাশের আশঙ্কা থাকলে সেখানে অনেক সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে কারও মৃত্যু হলে আইনী প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের ইনক্যুয়ারি ফেস করতে হয়।’
দুই সপ্তাহের এই প্রশিক্ষণ কোর্সে ১০টি দেশের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ, ভূটান, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। প্রশিক্ষণ কোর্সে বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণী পাচার রোধ, বাঘ সংরক্ষণ সংক্রান্ত ইন্টেলিজেন্স সংগ্রহ ও বিশ্লেষণ বিষয়ে আলোচনা হয়।
মন্তব্য চালু নেই