আরো দু্ই মামলায় রিজভীর জামিন

মতিঝিল থানায় পুলিশের দায়ের করা নাশকতার ২ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আজ আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। অপরদেক রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন রিজভীর আইনজীবী সগীল হোসেন লিওন।

আজকের ২মামলাসহ নাশতকতার মোট ১৯ মামলার সবকটিতে এবার জামিন পেলেন রিজভী।কিন্তু এর মধ্যে ২টি মামলার জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। যার ফলে আপাতত মুক্তি পাচ্ছেন না বিএনপির এ নেতা।

রিজভী আহমেদ বর্তমানে কাশিমপুর কারাগার পার্ট-২ কারাবন্দী রয়েছেন। চলতি বছরের ৩০ জানুয়ারি রাজধানীর বারিধারার একটি বাসা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।



মন্তব্য চালু নেই