‘নিরাপাদ সড়ক চাই’ সমাবেশে ইলিয়াস কাঞ্চন

সচেতনতাই পারে সড়ক দূর্ঘটনা হ্রাস করতে

নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ও বিশিষ্ট চলচিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেছেন, সচেতনতাই পারে সড়ক দূর্ঘটনা হ্রাস করতে। আমাদের নিজেদেরকে স্ব-স্ব অবস্থান থেকে আগে সচেতন হতে হবে। একটি দূর্ঘটনার পিছনে অনেক গুলো কারণ থাকে। শুক্রবার বিকেলে সাতক্ষীরার কলারোয়ায় ’নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত র‌্যালীপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। ট্রাফিক আইন মেনে চলার আহবান জানিয়ে জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। রাস্তায় চলার সময় মোবাইল ফোনে কথা বলা থেকে বিরত থাকতে হবে। যান্ত্রিক গাড়ির গতিসীমা সব সময় নিরাপদ নিয়ন্ত্রণে রাখতে হবে। কলারোয়া উপজেলা মোড়ে আয়োজিত ওই সমাবেশে ইলিয়াস কাঞ্চনকে এক নজর দেখতে জনতার ঢল নামে। এসময় বিপুল সংখ্যক উৎসুক জনগণকে সামলাতে হিমশিক খেয়ে যায় আয়োজকরা। নিসচা’র কলারোয়া উপজেলা সভাপতি এড.শেখ কামাল রেজার সভাপতিত্বে ওই সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ব্যবসায়ী নেতা আরাফাত হোসেন ও বিশিষ্ট ব্যাংকার আব্দুর রহমান। সমাবেশ পরিচালনা করেন নিসচা’র উপজেলা সেক্রেটারী মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। পরে নিরাপদ সড়ক চাই’র এক বিশাল র‌্যালী কলারোয়া বাজার প্রদক্ষিণ করে।

news pic.2.psdONB
এদিকে, শুক্রবার সন্ধ্যায় আল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আল কোরআন স্টাডি সার্কেলের স্থানীয় শাখা উদ্বোধন উপলক্ষ্যে কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক ছিলেন নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্রনায়ক আলহাজ্ব ইলিয়াস কাঞ্চন। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ তোজাম্মেল হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.নাজিম উদ্দীন, আ.লীগ নেতা সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু ও ব্যবসায়ী নেতা আরাফাত হোসেন। তাফসির পেশ করেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের মহাসচিব ও মিডিয়া আলোচক অধ্যাপক মাওলানা নুরুল আমীন (রংপুর), সভাপতি মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বিলালী ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। অনুষ্ঠানে জাতীয় টিভি শিল্পী রোকনুজ্জামান ও তরঙ্গ শিল্পী গোষ্ঠিরা ইসলামীক সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আসাদুজ্জামান ফারুকী ও নিসচা’র সেক্রেটারী মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।



মন্তব্য চালু নেই