সই হলো সার্ক জ্বালানি সহযোগিতা চুক্তি

অবশেষে সার্ক দেশসমূহের মধ্যে যুগান্তকারী বিদ্যুৎ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হলো। এর ফলে এ সংস্থাভুক্ত দেশগুলোর এক দেশ অপর দেশের সঙ্গে বিদ্যুৎ বাণিজ্য এবং আন্তঃসীমান্ত বিদ্যুৎ গ্রিড নির্মাণ করতে পারবে। এর মধ্যদিয়ে সার্ক বিদ্যুৎ বাজারের ক্ষেত্র তৈরি হলো।

বাসস জানায়, ‘সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন এনার্জি কো-অপারেশন’ শীর্ষক এ চুক্তি বৃহস্পতিবার কাঠমাণ্ডুতে সংস্থাটির ১৮তম শীর্ষ সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার স্বাক্ষরিত হয়।

সার্কের ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। দু’দিনব্যাপী এ শীর্ষ সম্মেলন গতকাল বুধবার শুরু হয়।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের প্রধানমন্ত্রী তেশেরিং তোবগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন আবদুল গাইয়ুম, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা সিটি হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

চুক্তি স্বাক্ষর শেষে নেপালের প্রধানমন্ত্রী বলেন, সদস্য দেশের পরিবহন মন্ত্রীরা সার্ক যাত্রী পরিবহন মোটরযান চুক্তি ও সার্ক রেলওয়ে সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনার জন্য আগামী ৩ মাসের মধ্যে বৈঠকে বসবেন।



মন্তব্য চালু নেই