সংসদে অনিয়মিত টেন্ডুলকার রেখার পদত্যাগ দাবি

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পদত্যাগ দাবি করেছে সমাজবাদী পার্টির এক এমপি। রাজ্যসভার অধিবেশনে নিয়মিত অনুপস্থিত থাকায় তিনি এ দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে সমাজবাদী পার্টির এমপি নরেশ আগারওয়াল বলেন, উচ্চকক্ষের অধিবেশনে অংশ নিতে আগ্রহী না হলে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও অভিনেত্রী রেখার মত সদস্যদের পদত্যাগ করা উচিত।

রাজ্যসভার সদস্যদের ধারাবাহিক অনুপস্থিতির তথ্য অধিবেশনে তুলে ধরেন তিনি। আগারওয়াল বলেন, বছর জুড়ে আমরা রাজ্যসভার মনোনীত সদস্যদের উপস্থিতি দেখে আসছি। তারা কখনোই রাজ্যসভায় আসেন না। পুরো অধিবেশন শেষ হচ্ছে কিন্তু অামরা তাদেরকে দেখি নাই; তা টেন্ডুলকার কিংবা অভিনেত্রী রেখা অথবা অন্য কেউ হোক।

‘তাদের না আসার অর্থ হচ্ছে, সংসদে যোগদানে তাদের কোনো ইচ্ছা নেই। যদি তাদের আগ্রহ না থাকে তাহলে তাদের উচিত পদত্যাগ করা’- বলেন আগারওয়াল।

সংসদে অনুপস্থিতি নিয়ে এর আগেও রাজ্যসভার অধিবেশনে সমালোচনার মুখে পড়েছিলেন এ দুই তারকা।

রেখা এবং টেন্ডুলকার ছাড়াও দেশটির উচ্চকক্ষ রাজ্যসভায় আরও ১২ মনোনীত সদস্য রয়েছে।



মন্তব্য চালু নেই