সংশোধীত হয়েছে ভোটার তালিকা বিধিমালা

ভোটার তালিকা বিধিমালা সংশোধন করে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কর্তৃত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশন সচিবালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, কোনো ব্যক্তি একই আসনের এক এলাকা থেকে অন্য এলাকায় বা এক আসন থেকে অন্য সংসদীয় আসনে তার ভোটার তালিকা স্থনান্তর করতে চাইলে যে এলাকায় ভোটার হতে ইচ্ছুক সে এলাকার উপজেলা নির্বাচন কর্মকর্তা বা থানা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। পরে ওই নির্বাচন কর্মকর্তারা শুনানির মাধ্যমে আবেদনের কারণ সম্পর্কে  জানতে চাইবেন। শুনানির পর তারা যদি সন্তুষ্ট হন তাহলে ওই ব্যক্তির নাম নতুন এলাকায় অন্তর্ভূক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তবে আবেদনকারীকে তার পূর্বের ভোটার এলাকার তালিকা থেকে নাম কর্তন করে নিতে হবে। পরিবর্তনে ইচ্ছুক ব্যক্তিকে আবেদন করতে হবে ইসির নির্দিষ্ট “ফরম-১৩” এর মাধ্যমে। যা ইসির ওয়েব সাইট ছাড়াও সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যাবে। সংশোধীত এ বিধানটি ভোটার তালিকা বিধিমালা ২০১২ এর ২৬ বিধির ৭ ও ৮ নম্বর উপবিধি বিলুপ্ত করে প্রতিস্থাপিত করা হয়েছে। এ সংশোধনের মাধ্যমে ইসি নির্ধারিত “ফরম-১৪” বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর আগে শুধু এক আসন থেকে অন্য সংসদীয় আসনে স্থানান্তর হতে চাইলে শুনানির বিধান ছিল। কিন্তু এখন থেকে যেখানেই ভোটার তালিকা পরিবর্তন করা হোক না কেন, আবেদনকারীকে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কাছে শুনানিতে অংশ নিতে হবে।


মন্তব্য চালু নেই