শ্রমিকনেত্রী মোশরেফা মিশু গ্রেপ্তার

শ্রমিকনেত্রী মোশরেফা মিশু গ্রেপ্তার হয়েছেন। আশুলিয়ায় চলমান পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত পুলিশ বা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

এদিকে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রমিকনেত্রী মোশরেফা মিশু কমরেড নির্মল সেন মিলনায়তনে একটি আলোচনা সভায় যোগ দেওয়ার জন্য এসেছিলেন। কিন্তু তোপখানা রোডে অবস্থিত ‘হোটেল নিউইয়র্ক’ এর সামনে রিকশা থেকে নামার পরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত দুদিনে সরকারের তিনজন মন্ত্রীর বৈঠকেও থামেনি শ্রমিক আন্দোলন। শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় এরই মধ্যে আশুলিয়ায় ৫৫ পোশাক কারখানা বন্ধ করেছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

এর আগে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে মঙ্গলবার ৫৫টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বিভিন্ন দাবি আদায়ে ১০ দিন ধরেই ওই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছেন শ্রমিকরা।



মন্তব্য চালু নেই