শ্যামলীর ‘শিশুমেলা’ বন্ধ ঘোষণা করলো সিটি কর্পোরেশন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, একের পর এক মামলা আর রিটের কারণে আমরা পার্কটির দখলে যেতে পারিনি। কিন্তু এখন আমাদের পক্ষে রায় আসায় আমরা পার্কটি দখলে নিয়েছি। শ্যামলী ‘শিশুমেলা’ আজ থেকে বন্ধ।

রাজধানীর শ্যামলী ‘শিশুমেলা’ পার্কটি ডিএনসিসি দখলে নেওয়ার পর শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

আনিসুল হক বলেন, এক লাখ ৪৫ হাজার টাকার বিনিময়ে পার্কটি ইজারা দেওয়া হয়েছিল। ইজারা চুক্তি শেষে আমরা পার্কটি দখলের সিদ্ধান্ত নিই। একের পর এক মামলা আর রিটের কারণে আমরা পার্কটি দখলে যেতে পারিনি। এখন পক্ষে রায় আসায় আমরা জয়ী হয়েছি। এদের অনেকেই দখলদার। সাধারণ মানুষের জমি আর দখলে যেতে দেওয়া হবে না।

ডিএনসিসি মেয়র বলেন, আমরা একটা ‘সিজার লিস্ট’ তৈরি করব। মালামালের কোনো ক্ষতি হবে না। দখলদাররা সাধারণ মানুষের জমি দখল করে আছে। তাই তাদের এখানে কোন অধিকার নেই।



মন্তব্য চালু নেই