শ্যামনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত।

শনিবার রাত ১২টা০১ মিনিটে শ্যামনগর কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন সাতক্ষীরা ৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার,উপজেলা প্রশাসনের পক্ষে শ্যামনগর ইউএনও আবু সায়েদ মোঃ মনজুর আলম,সহকারী কমিশনার(ভূমি)আহসান উল্লাহ শরিফী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ্যে দেবী রঞ্জন মন্ডল,উপজেলা পরিষদের পক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক,শ্যামনগর থানার পক্ষে অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগ,উপজেলা জাতীয় পাটি,শ্যামনগর উপজেলা প্রেসক্লাব,শ্যামনগর সরকারী মহসীন ডিগ্রী কলেজ,আতরজান মহিলা কলেজ,নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়,নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টান ।

সকাল ৭টায় শ্যামনগর ইউএনও আবু সায়েদ মোঃ মনজুর আলমের নেতৃত্বে প্রভাত ফেরী বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ,সরকারী -বেসরকারী প্রতিষ্টানের অংশ গ্রহনে উপজেলা বিভিন্ন গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।সকাল ৯টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন,রচনা,সুন্দর হাতের লেখা,কবিতা আবৃতি প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসুচি পালিত হয়।

এছাড়া বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হবে জানা যায়।দিবসটি উপলক্ষ্যে দুই দিন ব্যাপী কর্মসুচির অংশ হিসেবে শুক্রবার বিকালে শ্যামনগর নব নির্মিত কেন্দ্রিয় শহীদ মিনারের আনুষ্টানিক উদ্বোধন করেন এমপি এস এম জগলুল হায়দার।



মন্তব্য চালু নেই