শ্যামনগরে বাহারী রকমের পিঠা উৎসবের উদ্বোধন

সাতক্ষীরার শ্যামনগর  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে সোমবার বিকাল থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলমের সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন এস এম জগলুল হায়দার এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি এ কে ফজলুল হক,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আহসান উল্ল্যাহ শরিফী,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশেক ই এলাহী, সরকারী মহসীন ডিগ্রী কলেজের অফিসার ইনচার্জ বলরাম মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল উদ্দীন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ প্রমুখ।
উদ্বেধনী অনুষ্টানে বা উৎসব চলাকালীন বক্তারা বলেন বাহারী পিঠা তৈরী দেশীয় সংস্কৃতির এক অনন্য শিল্প হিসেবে সমাদৃত। পারিবারিক, সামাজিক ও ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন বাংলাদেশের মানুষের পিঠা তৈরীকে দিয়েছে অনন্য শিল্পরুপ। পিঠা উৎসবে নকশী কাঁথা, সুন্দরবন লেডিস ক্লাব, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, আলোর পথে, দারিদ্র বিমোচন , হায়বাতপুর নারী সংগঠন, আতরজান মহিলা কলেজ, নকিপুর বালিকা বিদ্যালয়, জাতীয় মহিলা সংস্থা, প্রগতি,সুশীলন ও রাজু ফুল শর্য্যা স্টল প্রদান করে এবং এ সকল স্টলে সূর্য্য মুখি পিঠা, মাছ পিঠা, ডাল তারা পিঠা, ডাল পাতা পিঠা, দুধ খেজুর পিঠা, দুধ শিরনা, ছাচের পিঠা, ফুল ঝুরি, ডিমের পিঠা, আলুর পান্তুয়া, সাধু নারকেল কোপতা, দুধ গোলাপ, ফুলের পিঠা, পাখি পিঠা, তেলের পিঠা, জামাই বাবু, আনার কলি, সবজি পিঠা, মাদ্রাজী পিঠা, রস ভরা, নকশীপিঠা, পুলি পিঠা, কাচ্চি বিরানী সহ এ রকম ৪০ প্রকার বাহারী পিঠা সাজিয়ে রাখেন পিঠা শিল্পীরা। মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভীড় ছিল।



মন্তব্য চালু নেই