শ্যামনগরে নারীর আয়বৃদ্ধিমূলক কাজ ‘বাজারের ব্যাগ তৈরী’ উন্নয়নে কর্মশালা

মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুশীলনের রি-কল প্রকল্পের আয়োজনে অক্স-ফামের সহায়তায় মুন্সিগঞ্জ প্রশিক্ষন কেন্দ্রে নারীর আয়বৃদ্ধিমূলক কাজ ‘বাজারের ব্যাগ তৈরী’ উন্নয়ন’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী, কাঁচামাল সহবরাহকারী, দোকানদার এবং বাজারের ব্যাগ তৈরী নারী উৎপাদক দলের সদস্যরা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিবার ভিত্তিক ঋনদান কর্মসূচির আওতায় নারীদের বার্ষিক ৫% হার সুদে ঋণ বিতরণ এবং বাজারের ব্যাগ তৈরী নারী ক্ষুদ্র উদ্যোক্ত উন্নয়নে উঠান বৈঠকের আয়োজন করবেন। কর্মশালা সঞ্চালনা করেন প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মহসিন আলম এবং নীলিমা রানী। কর্মশালার উদ্দেশ্য ছিল নারীর আয়বৃদ্ধিমূলক কাজ হিসেবে ‘বাজারের ব্যাগ তৈরী’ উন্নয়ন এবং বাজারজাতকরণে সরকারী ও বেসরকারী সহযোগিতা নিশ্চিত করা।






















মন্তব্য চালু নেই