শ্যামনগরের গোপালপুর দাসপাড়া সামাজিক সুশাসন কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্টিত

শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গোপালপুর দাস পাড়া সামাজিক সুশাসন কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতিক নিয়ে ১২০ ভোট পেয়ে চিত্ত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতিক নিয়ে ১৭৫ভোট পেয়ে সঞ্জয় দাস নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী হরিণ প্রতিক নিয়ে হাবু চরণ দাস ৮৫ ভোট পান ও সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোরগ প্রতিক নিয়ে সুভাস চন্দ্র দাস ৫২ ভোট পান।সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাঁস প্রতিক নিয়ে ১৩৫ ভোট পেয়ে সন্ন্যাসী চরণ দাস। নিকটতম প্রার্থী ললিত মোহন দাস আনারস প্রতিক নিয়ে ৮৮ভোট পান।কোষাধ্যক্ষ পদে গোলক চন্দ্র দাস গোলাপ ফুল প্রতিক নিয়ে ৮৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং এ পদে নিকটতম প্রার্থী মেঘনাথ দাস কলস প্রতিক নিয়ে ভোট পান ৭৯ভোট।

জানা যায় এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কুমুদ রঞ্জন গাইন।সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মারুফ হোসেন মিলন ও নির্মল ঘোষ।২৫৩ জন ভোটার দাস পাড়া আনন্দ স্কুলে ভোট প্রদান করেন।সহকারী প্রিজাইডিং অফিসার মারুফ হোসেন জানান ভোট চলাকালিন ভোট কেন্দ্র পরিদর্শন করেন বিশেষ জেলা জজ কোর্টের বিশেষ পিপি এড.জহুরুল হায়দার বাবু,শ্যামনগর ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী,ইউপি সদস্য এস কে সিরাজ,সুব্রত ভট্যাচার্য,স্থানীয় পুলিশিং কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।



মন্তব্য চালু নেই