শোলাকিয়ায় হামলা : সন্দেহভাজন ৫ জনকে অব্যাহতি

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার পাঁচজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ. ছালাম খান মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন। এর আগে তাদের পাঁচজনকে আদালতে হাজির করা হয়।

তারা হলেন- জেলার বাজিতপুর উপজেলার ডুইয়ারগাঁও এলাকার সামসু উদ্দিনের ছেলে সোহেল মিয়া (২০), শোলাকিয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে মামুনুর রশীদ মামুন (২৫), কিশোরগঞ্জ সদরের তারাপাশা এলাকার আরিফুল ইসলাম হাসিব, একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে মো. আহসান উল্লাহ (২৪) ও ভৈরবের পঞ্চবটি এলাকার মো. তারা মিয়া (৫২)।

দুই দফা আদালতে তাদের জামিন না মঞ্জুর করার পর পুলিশের তদন্ত প্রতিবেদনে হামলার ঘটনায় সম্পৃক্ততা না থাকায় তাদের এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

প্রসঙ্গত, গত ঈদুল ফিতরের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ঘটনাস্থলের আশপাশ থেকে তাদের আটক করা হয়। পরে ১০ জুলাই তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



মন্তব্য চালু নেই