শেষ হলো ‘কথার খই’র প্রথম ব্যাচের ক্লাস

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে প্রতিভাবান তরুনদের নিয়ে শুরু হওয়া কোর্সের সমাপ্তি হলো আজ।

মিডিয়ায় ইসলামকে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে সুস্থ-বিনোদনমূলক ওয়েব সাইট ‘দেশাল বিডি ডট কম’ আয়োজন করেছিলো দেশ সেরা রেডিও জকিদের নিয়ে পবিত্র রমজানে মাসব্যাপী ‘কথার খই’ নামক কর্মশালা (আরজে কোর্স)।

গত ২ জুন আরজে নিরবের উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে শুরু হয় ‘কথার খই’। কর্মশালায় ক্লাস নিয়েছিলেন দেশের খ্যাতনামা মিডিয়া ব্যাক্তিত্ব আরজে রাজু, আরজে কনক এবং অধ্যাপক জুয়েল আজিজসহ আরো অনেকে।

বিদায়ী ক্লাসটা ছিলো বর্নিল আয়োজনে সাজানো। মুহিব ইমতিয়াজ, সাফওয়ান সা’আদ ও রাকিবুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ‘দেশাল বিডি ডট কম’র ব্যাস্থাপনা পরিচালক ইয়াসিন আহমাদ।

এসময় উপস্থিত ছিলেন আরজে কনক, অধ্যাপক জুয়েল আজিজ ও কিশোর সপ্নের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ।

স্টুডেন্টদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন সালমান মুহাঃ আব্দুল্লাহ্, রায়হান আহমাদ ফারুকী ও নেসার আহমাদ হুজাইফ ।

এদিকে ওমরা পালনরত ‘দেশাল বিডি ডট কম’র চেয়ারম্যান আবদুল আহাদ সালমান জানিয়েছেন, ঈদের পরে আনুষ্ঠানিকভাবে লেখক, সাংবাদিক সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী ও মিডিয়া ব্যাক্তিত্বদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র (সার্টিফিকেট) প্রদান করা হবে। এসময় তিনি কথার খই ২-এর ঘোষণা দেন।

সবশেষে আরজে নিরবের প্রশিক্ষণ ও ‘দেশাল বিডি ডট কম’র নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেন সোহানের বিদায়ী বক্তব্যর মধ্য দিয়ে প্রথম ব্যচের পরিসমাপ্তি হয়।



মন্তব্য চালু নেই