শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ক্ষমতায় থাকতে দেওয়া হবে না’- যুক্তরাষ্ট্রের এক মুখপাত্রের এ উদ্ধৃতির উল্লেখ করে  তিনি বলেন, অালকায়দার মত জঙ্গি সংগঠনের বাংলাদেশে শাখা  খোলার পরিকল্পনাও এই ষড়যন্ত্রেই অংশ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মটর শ্রমিক লীগ আয়োজিত `বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, ইতিহাস বিকৃতকারী, জাতির পিতাকে নিয়ে কটুক্তিকারী এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিকৃতির প্রতিবাদে` এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। তবে, ষড়যন্ত্রকারীদের এ অপচেষ্টা কখনো সফল হয়নি এবং হবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ কে খন্দকারের প্রসঙ্গে তিনি বলেন, `অামরা যেমন খন্দকার মোস্তাককে চিনতে পারিনি। যিনি বুকে ছুড়ি মেরে চলে গেছেন। ঠিক তেমনি, এ কে খন্দকারও সময়মত তার অাসল চেহারা দেখিয়ে দিয়েছেন। প্রয়োজনে এই খন্দকারেরও বিচার করা হবে।`

বাংলাদেশ অাওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব ড.অাব্দুস সোবাহান গোলাপ বলেন, `কেউ ঘরে, কেউ বিদেশে বসে ইতিহাস বিকৃত করার ষড়যন্ত্র করছে।`

এ পর্যন্ত প্রধানমন্ত্রীকে ২১বার হত্যার চেষ্টা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা কখনো সফল হতে পারেনি।

সাঈদীর রায়ের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, `একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি এ রায়ে হতাশ। যারা এত বড় অপকর্ম করেছে তাদের জন্য একমাত্র শাস্তি হচ্ছে ফাঁসি।`

বাংলাদেশ মটর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি অাবদুল হক সবুজের সভাপতিত্বে অারও বক্তব্য দেন, বাংলাদেশ অাওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক অাব্দুল অাওয়াল শামীম, সহ-সম্পাদক তাজমহল হীরক, রাজশাহী বিশ্ববিদ্যলয়ের সাবেক নেতা রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।



মন্তব্য চালু নেই