শেখ হাসিনাকে সুইডেনের প্রধানমন্ত্রীর ফোন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে সুইডেনের প্রার্থীতার পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী কেজেল স্টেফান লফভেন। রোববার সন্ধ্যায় তাদের মধ্যে ফোনে কথা হয়।

গণমাধ্যমকে বিষয়টি জানান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, ২০১৭-১৮ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের জন্য লড়ছে সুইডেন।

সুইডিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শেখ হাসিনাও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এছাড়া আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় অভিবাসন ও উন্নয়ন বিষয়ক গ্লোবাল ফোরামে অংশ নিতে লফেনকে আমন্ত্রণ জানান শেখ হাসিনা।



মন্তব্য চালু নেই