শেখ মুজিবকেও স্মরণ করলেন খালেদা

বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে দেয়া বিএনপির বক্তব্যে শেরে বাংলা একে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে বেলা ১২টা ৫০মিনিটে বিএনপি চেয়ারপারসন আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন ভাষা শহীদদের। ভারতসহ যেসব দেশ মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেছে তাদেরও ধন্যবাদ জানান খালেদা।

তারপরই শেরে বাংলা একে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিব রহমানের নাম উচ্চারণ করে বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি।’ অবশ্য তিনি শেখ মুজিবুর রহমানের নামের সঙ্গে ‘বঙ্গবন্ধু’ যোগ করেননি। এরপর তিনি স্মরণ করেন বীরোত্তম জিয়াউর রহমানসহ জাতীয় নেতাদের।

এসময় দলের চেয়ারপারসন হিসেবে আস্থা ও অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান খালেদা জিয়া।



মন্তব্য চালু নেই