শুরু হলো সংসদের নবম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষন

নতুন বছরের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতেই ১০ সংসদের নবম অধিবেশনের জন্য প্যানেল সভাপতি ঘোষণা করেন স্পিকার। এরপর সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিকদের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এরপরই রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাঁর ভাষণ শুরু করেন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক ভাষণ দেন। রাষ্ট্রপতির এই ভাষণে সরকারের বিগত এক বছরের কর্মকাণ্ড ও আগামীর দিকনির্দেশনা তুলে ধরবেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব প্রসঙ্গে আলোচনা করবেন মন্ত্রী, সংসদ সদস্যরা।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাকালে সংসদ সদস্যরা নিজ এলাকার কর্মকাণ্ড সংসদে তুলে ধরবেন। দশম জাতীয় সংসদের নবম এবং ২০১৬ সালের প্রথম এই অধিবেশন চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিকে দ্বিধাবিভক্ত জাতীয় পার্টি সংসদের বিরোধী দল হিসেবে নবম অধিবেশনের প্রথম দিনেই যোগ দিয়েছে।



মন্তব্য চালু নেই