শুক্রবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেবেন দুই লাখেরও বেশি পরীক্ষার্থী।
ঢাকাসহ বিভাগীয় শহরের ১৬১টি কেন্দ্রে পরীক্ষা হবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে আসন বিন্যাস পাওয়া যাবে।
পরীক্ষায় সময় প্রার্থী কোনো ধরনের ঘড়ি ববহার করতে পারবেন না। সময় দেখার জন্য পরীক্ষা কক্ষের দেয়ালে ঘড়ি থাকবে বলে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরীক্ষা হবে ২০০ নম্বরের। পরীক্ষার্থীদের সকাল আটটা ২০ মিনিট থেকে আটটা ৫৫ মিনিটের মধ্যে নির্দিষ্ট আসনে গিয়ে বসতে হবে। নয়টায় উত্তরপত্র ও সাড়ে নয়টায় প্রশ্নপত্র দেওয়া হবে। বেলা সাড়ে ১১টায় পরীক্ষা শেষ হবে।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই ও ব্যাগ পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এছাড়া পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।
৫৪২টি সাধারণ ক্যাডারের পদসহ মোট দুই হাজার ১৮০টি শূন্য পদে নিয়োগ দিতে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
মন্তব্য চালু নেই