শীতলক্ষ্যায় দুটি ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ, নিহত ২

গাজীপুরে শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী শীতলক্ষ্যা নদীর ত্রিমোহনী এলাকায় দুটি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শিশু ও এক নারীর মৃত্যু এবং কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সংবাদ লেখার সময় আরো যাত্রী নিখোঁজ রয়েছে কি না তার জন্য উদ্ধার কাজ চলছিল।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত শিশুর বয়স আনুমানিক এক বছর এবং মহিলার বয়স ৩০ বছর বলে জানা গেছে।

নৌকাডুবিস্থলের পার্শ্ববর্তী নানন্দিয়াসাংগুন এলাকার মো. নাসির জানান, ঘটনাস্থল শীতলক্ষ্যা নদীর ত্রিমোহনী গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া এবং ময়মনসিংহ এই তিন উপজেলা সীমান্তবর্তী এলাকা। শ্রীপুরের বরমী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকার ত্রিমোহনী এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা অপর একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরমী থেকে ছেড়ে আসা নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা এক বছরের এক শিশু এবং এক মহিলার লাশ (৩০) উদ্ধার করে এবং এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন উল কাদির ওই ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই