শীতলক্ষ্যায় ট্রলারডুবিতে নিখোঁজ ১০

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে বালুবোঝাই কার্গোর ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁওয়ে রবিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারডুবির পর সাঁতরে পাড়ে ওঠা মিয়াজউদ্দিন ও জামাল হোসেন জানান, উপজেলার ভাদার্তী থেকে ট্রলারটি মূলগাঁওয়ে আসছিল। মূলগাঁওয়ের কাছাকাছি আসার পর বালুবোঝাই একটি কার্গোর ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারটিতে কমপক্ষে ৫০ যাত্রী ছিলেন। নিখোঁজ ব্যক্তিরা ছাড়া বাকিরা সাঁতরে পাড়ে ওঠেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ট্রলারডুবির সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলারটি নদীতে উল্টে আছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে এতে নিখোঁজ যাত্রীদের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

সন্ধ্যা সাড়ে ৬টায় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেছেন।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=qCn5chFXB1g



মন্তব্য চালু নেই