শিল্পকলায় ‘অরক্ষিতা’

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হয়েছে দেশনাটকের পরিবেশনায় মাহবুব লীলেন রচিত ও ইশরাত নিশাত নির্দেশিত নাটক ‘অরক্ষিতা’।

ক্ষমতা কখনোই এক বৃন্তে ঠাঁই নিয়ে স্বস্তি পায় না। তার ধর্মই হচ্ছে পাত্র পরিবর্তন করা। এ ক্ষমতাকে তবুও মানুষ ধরে রাখতে চায়, যা ক্ষমতার ধর্মের বিপরীত। আর এ কার্য সাধনের মুহূর্তেই আসে মহাপ্রলয়। সভ্যতার ইট, কাঠ, কঙ্কাল পর্যন্ত বিনাশ করে দেয় এর করাল থাবা। এমনই সব চির অন্তিম সত্যগুলোকে ভাবায় দেশ নাটকের নাটক অরক্ষিতা।

নাটকটিতে শুক্রাচার্য, কচ, দেবযানী, শর্মিষ্ঠার পৌরাণিক আখ্যানের রূপকে বর্তমান বাস্তবতায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফাহিম মালেক, মোতাহারুল ইসলাম, অসীম কুমার, মামুন চৌধুরী, অনন্ত কুমার, আশরাফুল আশিস, শাহানা শিশির, সুস্মিতা সাহা, রাশেদা রাখি, তিথি জামান, শাহানা শিশির, ফিরোজ আলম, ফাহিম মালেক, সৌরভ ফাসরী, চৌধুরী শুভ, পার্থ সুমন, জহিরুল ইসলাম রানা প্রমুখ।



মন্তব্য চালু নেই