শিবিরের গোপন বৈঠক, ৭টি মোটরসাইকেল জব্দ

রাজশাহী: রাজশাহীর চারঘাটে শিবিরের গোপন বৈঠক চলছিলো এ সময় পুলিশ হানা দিয়ে মোটারসাইকেল, জিহাদী বই, ব্যানার, লিফলেট, রিপোর্ট বই, চেয়ার ও তাবু জব্দ করেছে। এ সময় শিবির কর্মীরা পালিয়ে যায়।

রোববার দুপুর সাড়ে ১২টার জাহাঙ্গীরাবাদ এলাকার একটি আমবাগানে শিবিরের একটি দল গোপন বৈঠক করেছে। এমন সংবাদের ভিত্তিতেই পুলিশ সেখানে অভিযান চালায়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ আসে জাহাঙ্গীরাবাদ এলাকার জনৈক বাবলুর আম বাগানে ৫০-৬০ জনের জামায়াত-শিবিরর একটি দল গোপন বৈঠক করছে। এমন সংবাদ জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালায়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে পুলিশ কোম্পানীর রেজিস্ট্রেশনবিহীন ৭টি মোটরসাইকেল, বেশ কিছু লিফলেট, ব্যানার, জিহাদী বই, চেয়ার ও তাবু জব্দ করে।

গোপন সভায় যারা উপস্থিত ছিলেন তাদের ধরতে পুলিশ মাঠে অভিযানে নেমেছে বলে ওসি আলমগীর হোসেন জানান।



মন্তব্য চালু নেই