শিগগিরই বাংলাদেশ পরিস্থিতির উন্নতি হবে : নিশা দেশাই

বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার উন্নয়ন সহসাই ঘটবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

মঙ্গলবার ওয়াশিংটনে পররাষ্ট্রবিষয়ক কমিটিতে দক্ষিণ এশিয়ায় ‘যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা পরিকল্পনা’ সংক্রান্ত এক শুনানিতে অংশ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।

বিসওয়াল বলেন, ‌’আমরা বাংলাদেশ বিষয়ে সজাগ আছি। আমরা আশা করছি রাজনীতিবীদরা শিগগরিই পারস্পরিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করবেন।’ বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর ‘সদিচ্ছার’ বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনও শুনানির সময় উপস্থিত ছিলেন। শুনানিতে ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যার বিষয়টিও উঠে আসে। বিসওয়াল এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার প্রত্যাশা করেন। তিনি এর জন্য ‘ধর্মীয় উগ্রপন্থীদের’ দায়ী করেন।



মন্তব্য চালু নেই