শিগগিরই ঘন বর্ষণ

গত কয়েক দিন ধরে রাজধানীতে বৃষ্টির দেখা নেই। উল্টো প্রকৃতির তাপদাহে বর্ষাতেও ভিজছে মানুষ ঘামের বৃষ্টি জলে। তবে শিগগির দেখা মিলবে বর্ষার ঘন বর্ষণের। এমন বার্তাই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে চলতি মাসের ১৫ তারিখের পর বৃষ্টিপাত হতে পারে।

তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি না হলেও বর্ষার বৃষ্টি হবে। তবে মৌসুমী বায়ুর প্রভাবে জুলাই মাসের ১৫ তারিখের পর টানা বৃষ্টিপাত হতে পারে বলেও জানান তিনি।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিম-বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্বদিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল রয়েছে।

এদিকে রংপুর, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

সারাদিনের তাপমাত্রা সম্পর্কে আবাহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি. মি. গতিতে বাতাস বইছে যার আপেক্ষিক আদ্রতা ছিল ৮৮ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত যাবে ০৬ টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৫ টা ২০ মিনিটে।



মন্তব্য চালু নেই