সাংসদরা স্কুল-কলেজের সভাপতি নয়, আপিলে রায় বহাল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে (গভর্নিং বডি) সংসদ সদস্যরা (এমপি) বিশেষ কমিটির মাধ্যমে সভাপতি হিসাবে থাকতে পারবেন না। এ বিষযে করা রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে রবিবার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি শেষে আদেশের জন্য সোমবার (৭ নভেম্বর) দিন নির্ধারণ করিছিলেন। সে অনুযায়ী সোমবার সকালে এ রায় ঘোষণা করা হয়।

একটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে গত ১ জুন বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০০৯-এর ৫ ও ৫০ ধারা বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে সাংসদরা ইচ্ছা করলেই পদাধিকারবলে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না।

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ পৃথক লিভ টু আপিল করে।



মন্তব্য চালু নেই