শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করা জরুরি

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা এবং উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর এমাজউদ্দিন আহমেদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয়: শিক্ষার মানোন্নয়নে পাবলিক পরীক্ষার গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। শিক্ষক কর্মচারী ঐক্যজোট এই সেমিনারের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার মত যথেষ্ট অবকাঠামো রয়েছে। এখন দরকার যোগ্য শিক্ষক এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা এবং উপযুক্ত পারিশ্রমিক নিশ্চিত করা জরুরি।’
শিক্ষা খাত বাংলাদেশে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষার যে সর্বোচ্চ অগ্রাধিকার থাকা দরকার এই বিশ্বাস আমাদের কারো মধ্যে নেই। সেটা বিএনপি বা আওয়ামী লীগ যারাই হোক। রাষ্ট্রক্ষমতায় যারা ছিলেন সবাই এক।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের তরুণ-তরুণীরা বিশ্বের যে কোন দেশের তরুণ-তরুণীদের চেয়ে কম মেধাবী নয়। শিক্ষাক্ষেত্রকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে।’
শিক্ষকদের সামাজিক মর্যাদা, চাকরির নিশ্চয়তা ও আর্থিক স্বচ্ছলতা না থাকলে মেধাবী শিক্ষার্থীরা এই পেশায় আকৃষ্ট হবে না বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. ছদরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক মো. আকতার হোসেন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার প্রমুখ।



মন্তব্য চালু নেই