শাহ আমানতে ৮টি স্বর্ণের বার জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে ৪০ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টম কর্তৃপক্ষ। এসব স্বর্ণের ওজন ৯৩৩ গ্রাম।
সোমবার রাত ৯টার দিকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের বিমান বন্দর শাখার সহকারি কমিশনার অথেলো চৌধুরী বলেন, ‘রাত ৯টায় এয়ারএরাবিয়ার একটি ফ্লাইটে (জি-৯৫২১) করে শাহ আমানত বিমান বন্দরে আসেন শহিদুল ইসলাম নামে এক যাত্রী। এসময় কাস্টমসের নিয়মিত তল্লাসির সময় তার লাগে স্ক্যান করা হলে ৯৩৩ গ্রাম ওজনের ৮টি স্বর্ণেও বার জব্ধ করা হয়।’
তিনি জানান, ঘোষণা দিয়ে ২ কেজি পর্যন্ত স্বর্ণ আনা গেলেও এসব স্বর্ণেও কোন ঘোষণাপত্র না থাকায় তার পাসপোর্ট জব্ধ করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। পরে তিনি জরিমানা দিয়ে এসব স্বর্ণ নিয়ে যেতে পারবেন।



মন্তব্য চালু নেই