শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন

২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের ৭৭তম দিনে রাজধানীর শাহবাগে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীবাহী বাসটি প্রায় সম্পূর্ণই পুড়ে গেছে।

জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে শাহবাগের বারডেম হাসপাতালের সামনে ৩ নম্বর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত যাত্রীরা বাসের জানালা-দরজা দিয়ে বেড়িয়ে আসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

পুলিশ, হাসপাতাল, পরিবহন ব্যবসায়ী, ভুক্তভোগীসহ বিভিন্ন মাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৭৭ দিনের অবরোধ-হরতালে অন্তত ২ হাজার ১০০ যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। এ সময় নাশকতায় মারা গেছেন ১২৮ জন। তাদের মধ্যে ৭৪ জনই যানবাহনে লাগানো আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। পুড়েছেন আরও সাড়ে তিনশ মানুষ।



মন্তব্য চালু নেই