শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর শাহবাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, শাহবাগে পুরনো পুলিশ কন্ট্রোল রুমের সামনে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এতে কেউ হতাহত হয়নি। তবে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে।
এ বিষয়ে শাহবাগ থানার এসআই সুজন জানান, ইটিসি পরিবহণের গাড়িটি (ঢাকা মেট্রো-জ-১১-১১৯৩)মিরপুর থেকে গুলিস্তান যাচ্ছিল। শাহবাগ মোড় ঘুরতেই যাত্রীবেশে থাকা এক দুর্বৃত্ত গাড়িটিতে আগুন দিয়ে দ্রুত নেমে যায়।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য চালু নেই