তামাকবিরোধী প্রচারণায় ৩৯ সিগারেট বিক্রেতা

এবার তামাক বিরোধী প্রচারণায় শামিল হলেন তামাকজাত পণ্য বিক্রয়কারী দোকানদাররাও। শনিবার তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির এক ক্যাম্পেইনে ৩৯ জন দোকানমালিক একাত্মতা দেখিয়ে সিগারেটের বিজ্ঞাপন সরিয়ে ফেলেছেন।
‘আইন জানি-আইন মানি’ এ স্লোগানকে সামনে শনিবার ভালোবাসা দিবসে এ ক্যাম্পেইন চালায় ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। অন্যান্য তামাক বিরোধী সংগঠনের সহযোগিতায় ধানমণ্ডির শংকর বাসস্ট্যান্ডের সামনে থেকে ধানমণ্ডি-২ নম্বর রোড(স্টার হোটেল পর্যন্ত) রাস্তার দু’পাশে দোকান মালিকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
এ প্রচারণা কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে ৩৯টি দোকানের মালিক স্বইচ্ছায় সিগারেটের বিজ্ঞাপন অপসারণ করেন। এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাধারণ পথচারীরাও স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দেন।
বিদ্যমান আইন অনুযায়ী, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার দণ্ডনীয় অপরাধ। আইনে বলা আছে, তামাকজাতদ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা এবং পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ। আইন অমান্যে জরিমানা এক লাখ টাকা এবং অনাদায়ে অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড।
ক্যাম্পেইন কর্মসূচিতে নেতৃত্ব দেন ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক প্রশাসক গাউস পিয়ারী মুক্তি। আরো উপস্থিত ছিলেন- ডব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ হোসেন ও সৈয়দা অনন্যা রহমান, সিনিয়র প্রকল্প কর্মকর্তা নাজনীন কবীর, জিয়াউর রহমান লিটু, অরুণোদয়ের তরুণ দলের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম বাবু প্রমুখ।



মন্তব্য চালু নেই