শাহজালালে এবার সাড়ে ৮ কেজি সোনা আটক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে প্রায় সাড়ে আট কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর শুল্কবিভাগের কর্মকর্তারা। সোমবার রাত পৌনে ৮টার দিকের এ ঘটনায় দুবাই থেকে আসা মোজাহারউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের পরিদর্শক এমাদুল হক।
তিনি বলেন, বিমানবন্দরে নামার পরপরই মোজাহেরের গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক গোয়েন্দাদের একটি দল মোজাহারকে অনুসরণ করতে থাকে।
“এক পর্যায়ে তিনি টয়লেটে যান এবং সেখান থেকে বেরোলে তাকে আটক করা হয়। পরে টয়লেটে তল্লাশি চালিয়ে ৭২টি স্বর্ণের বার পাওয়া যায়।”
বারগুলোর প্রতিটির ওজন ১০ তোলা এবং মোট ওজন প্রায় সাড়ে ৮ কেজি বলে এমাদুল হক জানিয়েছেন।
গত কয়েকমাসে শাহজালাল বিমানবন্দরে চোরাই সোনার কয়েকটি চালান আটক করা হয়।



মন্তব্য চালু নেই